• Pur M.U Fazil (Degree) Madrasah - Slide
  • Pur M.U Fazil (Degree) Madrasah - Slide
  • Pur M.U Fazil (Degree) Madrasah - Slide
  • Pur M.U Fazil (Degree) Madrasah - Slide
Md. Shaheb Ali, Principal

মোঃ সাহেব আলী

অধ্যক্ষ

অধ্যক্ষের বাণীঃ

                                          বিসমিল্লাহির রাহমানির রাহীম

 

              সৃষ্টির সেরা জীব মানুষ। জন্ম থেকেই মানুষ অজানাকে জানার জন্য ব্যাকুল। বিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তনশীল এই পৃথিবীতে খাপ খাওয়াতে প্রয়োজন যুগোপযোগী শিক্ষা। এ লক্ষ্যে বর্তমান সরকার দিন বদলের ইশতেহার, ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশের তরুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমিও এ মহতি উদ্দ্যোগকে স্বাগত জানাই। সে জন্য শিক্ষকতার মহান ব্রত নিয়ে মেধা ও মননের সাহসী অঙ্গীঁকার দন্ডায়মান জাতি গঠনের ইস্পাত কঠিন শপথ নিয়ে “ডায়নামিক ওয়েবের মাধ্যমে বিশ্বায়নের যুগে ছায়া ডাকা শান্ত নীবিড় এলাকায় স্বমহিমায় উদ্ভাসিত  জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী পুর এম ইউ ফাজিল মাদ্রাসা বিশ্বের সাথে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধণ্য মনে করছি। তার সাথে একটি সুন্দর শিক্ষিত ও তথ্যপ্রযুক্তি সম্পন্ন বিবেকবান সমাজ গঠনে এ  ওয়েবসাইটটি সফল ভূমিকা রাখবে এ শুভ কামনা করি।